বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা গেইট ও সেন্ট্রি পোষ্ট নির্মানের জন্য সরকারিভাবে ১১ লাখ টাকা অনুদান মঞ্জুর করা হয়েছে। আজ দুপুরে বুধবার বিশ্বনাথ থানা প্রস্তর স্থাপন মেইন গেইটের সামনে এবং টিকাদারি প্রতিষ্টান বন্ধু এন্টার প্রাইজ’র মাধ্যমে নির্মান কাজের ১১লক্ষ টাকা বরাদ্দ হওয়ায় এক দোয়া অনুষ্টিত হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দোহা পিপিএম ও (ওসি তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ এর মাধ্যমে অনুষ্টিত অনুষ্টানে দোয়া পরিচালনা করেন থানা মসজিদের মোয়াজ্জিন ক্বারী মিনহাজুল কবির। এ সময় উপস্থিত ছিলেন দশঘর পীরবাজার বনিক কল্যান সমিতির সাধারন সম্পাদক মাসুক মিয়া, এস,আই বিনয় ভূষন, টিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক লোহিত আহমদ, সাংবাদিক অসিত রঞ্জন দেব প্রমুখ।