বিশ্বনাথ প্রতিনিধি :: ‘রাজনীতি হলো ইসলামের অপরিহার্য অংশ’ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান বলেছেন, যারা রাজনীতি থেকে ইসলামকে পৃথক করতে চায় তারা মূলত: ধর্মহীনতার প্রচার করছে। প্রকৃতপক্ষে রাজনীতি হলো ইসলামের অপরিহার্য অংশ। তাই উলামায়ে কেরামকে রাজনৈতিক ময়দানে সক্রিয় ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্টা করতে ঐক্যবদ্ধ সংগ্রামের বিকল্প নেই।
মঙ্গলবার (৮মে) দুপুরে বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে উপজেলা জমিয়তের কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরুক্ত কথাগুলো বলেন।
উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে উদ্ভোধকের বক্তব্য রাখেন, জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা শায়খ আব্দুশ শহীদ গলমুকাপনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সায়্যিদ সালীম ক্বাসিমী, ওসমানীনগর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হুসাইন, যুগ্ন সম্পাদক মাওলানা আব্দুস সালাম, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী। বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলার আট ইউনিয়ন জমিয়তের সভাপতি,সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা জহির উদ্দীন আহমদকে সভাপতি, প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথীকে সাধারণ সম্পাদক ও মাওলানা ফখরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মাওলানা সামছুল ইসলাম,মাওলানা নূরুল হক্ব,মাওলানা রশিদ আহমদ মিয়াজানী,মাওলানা হাবীবুর রহমান ফারুক, মাওলানা আব্দুল হক্ব, মাওলানা আব্দুস সোবহান, মাওলানা রশিদ আহমদ বিশ্বনাথী, মাওলানা খবির উদ্দীন, মাওলানা লুকমান আহমদ, আলহাজ্ব ফজলুর রহমান, আলহাজ্ব আব্দল মান্নান, যুগ্ন সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, সহ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নুরুল ইসলাম, মুফতী আহমদ আলী, সহ সংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, মুফতী মুঈনুল ইসলাম, মাওলানা সৈয়দ মুসলেহ উদ্দীন, প্রচার সম্পাদক হাসান বিন ফাহিম, যুব বিষয়ক সম্পাদক মাওলানা নেসার আল মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ সাহেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী লুৎফুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক মাওলানা কবি আব্দুল্লাহ আল জামিল, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হক্ব, কৃষি বিষয়ক সম্পাদক লিয়াকত আলী মেম্বার, অফিস সম্পাদক রায়হান আহমদ, সদস্য মাওলানা আনোয়ার বেগ, মাওলানা ছমির উদ্দীন, মাওলানা আব্দুল বাতিন, মাওলানা শাহ আলম আমিনী, মাওলানা ফেরদাউস আহমদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা সালেহ আহমদ রাজু, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মনছুর আহমদ, আব্দুন নুর, মাওলানা সা’দ উদ্দীন, মাওলানা হাফিজ ফয়জুর রহমান, মাওলানা জামাল আহমদ, হাফিজ শওকত আলী, মাওলানা নোমান আহমদ, হাফিজ মাহবুব আহমদ, মাওলানা হাফিজ মাছুম আহমদ, মাওলানা কয়েস আহমদ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হাফিজ কয়েস আহমদ। এছাড়াও মাওলানা শায়খ ওয়ারিস উদ্দীন মিয়াজানী, মাওলানা শায়খ নুরুল ইসলাম মুইজপুরী, শায়খুল হাদীস মুফতী রশিদ আহমদ দশঘরী, মাওলানা শায়খ ফযলে হক্ব ছত্তিশী, মাওলানা হাফিজ মুহসিন আহমদকে উপদেষ্টা মনোনিত করা হয়েছে।
Sharing is caring!