বিশ্বনাথ প্রতিনিধি :: ২০১২ সালের ২৩ এপ্রিল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আন্দোলনে বিশ্বনাথ সদরে দ্বিমুখী সংর্ঘষে নিহত জাকির হোসেনের পরিবার কে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার পক্ষে নগদ অর্থ প্রদান করেন বিএনপির নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার নিহত জাকির হোসেনের ছাতক উপজেলার গ্রামের বাড়িতে তার মায়ের কাছে ইলিয়াসপত্নী লুনার পক্ষে নগদ পনের হাজার টাকা প্রদান করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালালউদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, যুগ্ম-সম্পাদক বশির আহমদ। এসময় ছাতক উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!