সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ৯, ২০১৮
ক্রাইম ডেস্ক :: ট্রাফিক-পরিবহণ শ্রমিক দ্বন্দ্বের জের ধরে নগরের সুবহানীঘাটে ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় যাত্রী সাধারণের। বুধবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত পরিবহণ শ্রমিকরা রাস্তা অবরোধ করে রাখলে এ অবস্থার সৃষ্টি হয়।
পরিবহণ শ্রমিকদের অভিযোগ, দায়িত্বরত ট্রাফিক পুলিশ যানবাহন থেকে অবৈধ চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে গাড়ি রেকার করে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহণ শ্রমিক নেতা জানান,বুধবার রাতে নগরের সুবহানীঘাট এলাকায় এক গাড়ি চালক দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাকে মারধর করে। এর পতিবাদে পরিবহণ শ্রমিকরা সুবহানীঘাটে রাস্তা অবরোধ করে। অন্যদিকে ট্রাফিকের বক্তব্য গাড়ির কাগজপত্র যাচাইকালে পরিবহণ শ্রমিকরা বাধা দিলে পুলিশ গাড়ি আটক করে। এর জের ধরে পরিবহণ শ্রমিকরা অবরোধ সৃষ্টি করলে পরে তা তুলে নেয়া হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আব্দুল ওহাব রাস্তা অবরোধের সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাফিক ও পরিবহণ শমিকদের মধ্যে ভুল বুঝাবুঝিতে অবরোধ সৃষ্টি করা হলে কিছুক্ষণ পরে তা তুলে নেয়া হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd