ছাতকে এমপি চেয়ারম্যানদের বিরোধ উন্নয়ন বঞ্চিত সাধারণ মানুষ

প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮

ছাতকে এমপি চেয়ারম্যানদের বিরোধ উন্নয়ন বঞ্চিত সাধারণ মানুষ
ছাতকে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে উপজেলার পাঁচ ইউনিয়নের চেয়ারম্যানদের বিরোধের কারণে উন্নয়নমূলক কর্মকাণ্ডে বঞ্চিতের অভিযোগ উঠেছে। এর ফলে ওই পাঁচটি ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্যবিমোচনসহ বিভিন্ন সরকারি বরাদ্দের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বরাদ্দ বণ্টনের ক্ষেত্রেও করা হচ্ছে বৈষম্য। এসব অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বৈষম্যের শিকার ইউনিয়নগুলো হচ্ছে- উপজেলার সিংচাপইড়, নোয়ারাই, কালারুকা, ছাতক সদর ও সৈদেরগাঁও-গোবিন্দগঞ্জ ইউনিয়ন।
সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এতে ইউনিয়নগুলোতে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার,  অবকাঠামোগত উন্নয়ন এবং দারিদ্র্যবিমোচনের মতো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড ব্যাহতের পাশাপাশি এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, সুনামগঞ্জ-৫ আসনের সরকার দলের বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সঙ্গে দেড় যুগেরও বেশি সময় ধরে দ্বন্দ্ব রয়েছে ছাতক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম চৌধুরীর। গত ইউপি নির্বাচনে উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২টিতে জয় পায় আওয়ামী লীগ। এদের মধ্যে পাঁচ ইউপি চেয়ারম্যান সংসদ সদস্য মানিকের প্রতিপক্ষ মেয়র কালামের বলয়ে রাজনীতি করেন। এ কারণেই তাদেরকে বঞ্চিত করা হচ্ছে বলে ইউপি চেয়ারম্যানরা জানান।
তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১৬-১৭ অর্থবছরে ননওয়েজ খাতের পাঁচ ইউনিয়নের সমুদয় বরাদ্দের টাকা দিয়ে কালারুকা ইউনিয়নের একটি প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ডিও লেটার দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বাস্তবে প্রকল্প’র অস্তিত্ব নেই বলে ইউপি চেয়ারম্যান জানান। এ ছাড়া বরাদ্দকৃত অর্থ থেকে সিংচাপইড় ইউনিয়নের চাউলি হাওরের বেড়িবাঁধে প্যালাসাইডিং স্থাপনের জন্য ৬১ হাজার ৩২১ টাকা উত্তোলন করা হলেও এ ব্যাপারে কিছুই জানেন না সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন মোহাম্মদ সাহেল। একইভাবে ওই ইউনিয়নের অপর একটি প্রকল্পের কথা উল্লেখ করে আরো ৩৮ হাজার ৫৯৩ টাকা উত্তোলন করা হয়েছে।
এদিকে, চলতি বছরের জানুয়ারি মাসে ছাতক উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৬-১৭ অর্থবছরে কাবিখা, কাবিটা, টিআর, কর্মসৃজনসহ বিভিন্ন খাতের সরকারি বরাদ্দ নিরীক্ষা করতে গিয়ে মন্ত্রণালয়ের তিন সদস্যের  অভ্যন্তরীণ নিরীক্ষা মোটা অঙ্কের অনিয়মের সন্ধান পায়। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, ‘ছাতক উপজেলা মন্ত্রণালয়ের আদেশ লঙ্ঘন করে ননওয়েজ কষ্ট খাতের  ৮টি প্রকল্পে ১৬ লাখ ৪৩ হাজার ৫৫২ টাকা নির্ধারিত সময়ের পরে ব্যয় করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ওই অর্থ ২০১৭ সালের ১৬ই এপ্রিলের পরে ব্যয় না করার সুস্পষ্ট নির্দেশ থাকার পরও মে ও জুন মাসে ব্যয় করা হয়েছে। এ ছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস কর্তৃক পুল ও সেতু নির্মাণ কর্মসূচির ৭ লাখ ৬৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার অনিয়ম ধরা পড়ে নিরীক্ষা দলের চোখে।
জানা যায়, ১০১৬-১৭ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৫২টি প্রকল্প গ্রহণ করে চেকের মাধ্যমে শ্রমিক সর্দারের দুই হাজার করে টাকা প্রদান করার কথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও স্বাক্ষরিত সরকারি নথিতে উল্লেখ করা হলেও নোয়ারাই ও সিংচাপইড় ইউপি চেয়ারম্যান তাদের ইউনিয়নের ২০ জন সর্দারের মজুরি পরিশোধের ব্যাপারে জানেন না বলে জানান।
এদিকে, ২০১৭-১৮ অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের তালিকা প্রণয়নের এমপির সঙ্গে বিরোধ থাকা ৫ ইউপি চেয়ারম্যানকে অবগতই করা হয়নি। সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাবউদ্দিন  মোহাম্মদ সাহেল বলেন, ‘জনগণ ইউনিয়নের উন্নয়নের জন্য আমাদের নির্বাচিত করলেও সংসদ সদস্য মহোদয়ের রোষানলে পড়ে আমরা সেটা করতে পারছি না। আমাদের ইউনিয়নের ন্যায্য বরাদ্দও উনি ডিও লেটার দিয়ে উনার পছন্দের ইউনিয়নে কেটে নিয়ে যাচ্ছেন।’
ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরুল্লাহ খান বলেন, ‘সংসদ সদস্য মহোদয় অনেক কমিটির উপদেষ্টা। সেই হিসেবে তাঁর মতামতকে অনেকক্ষেত্রে প্রাধান্য দিতে হয়।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল করিমের ব্যক্তিগত মোবাইল ফোন গত দুই দিন ধরে বন্ধ থাকায় কোনো বক্তব্য নেয়া যায়নি। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সূত্র- মানবজমিন

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..