সিলেট ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, মে ৮, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: ঝড়-বৃষ্টির মৌসুম শুরু হতেই সিলেটজুড়ে একের পর এক বজ্রপাতের ঘটনা ঘটছে। এসব বজ্রপাতে বাড়ছে প্রাণহানির সংখ্যা। গত এক মাসে সিলেটজুড়ে বজ্রপাতে অন্তত বিশজন মানুষের মৃত্যু হয়েছে। বজ্রপাতে প্রাণহানি যতো বাড়ছে, সিলেটজুড়ে ততোই বাড়ছে আতঙ্ক।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, বজ্রপাত হচ্ছে আবহাওয়া কেন্দ্রীয় দ্বিতীয় বৃহত্তম ঘাতক। বাংলাদেশে দুটি মৌসুমে বজ্রপাত বেশি হয়ে থাকে। তন্মধ্যে একটি হচ্ছে ‘প্রাইমারি সামার’। এপ্রিল-মে মাসজুড়ে এই প্রাইমারি সামারের বিস্তৃতি। এ সময়ে ভার্টিক্যাল ক্লাউড বা সম্ভু মেঘ থাকে বলে ঘন ঘন কালবৈশাখী ঝড় ও বজ্রপাত হয়।
এই প্রাইমারি সামারের কারণেই সিলেটজুড়ে অব্যাহতভাবে ঘটছে বজ্রপাতের ঘটনা। আর প্রাণহানির কারণে বজ্রপাত হয়ে ওঠেছে ভয়ঙ্কর এক বিভীষিকার নাম।
ঘন ঘন বজ্রপাতের বিষশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম সিলেটভিউকে বলছিলেন, ‘পরিবেশের ভারসাম্যহীনতা, জলবায়ুর পরিবর্তন এসব কারণে মেঘের মধ্যে তড়িত প্রবাহিতা বৃদ্ধি পায়। যে কারণে বজ্রপাতের হার বৃদ্ধি পাচ্ছে।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd