সিলেট ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, মে ৮, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বড়কোটা গ্রামের আলাই মিয়ার কন্যা বড়কোটা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী আজিজুন্নেছা আক্তার তুলি’র বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী এ বিয়ে পন্ড করে দেন।
জানা যায়, সোমবার উপজেলার দেওরগাছ ইউনিয়নের আমতলী গ্রামস্থ আজিজুন্নেছার খালার বাড়িতে জাকজমকভাবে বিয়ের আয়োজন করে ছাত্রীর পিতা আলাই মিয়া। সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী থানা প্রশাসনসহ দেওরগাছ গ্রামে আজিজুন্নেছার খালার বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন পন্ড করে দেন। পরে মেয়ের বয়স যাচাইকালে আজিজুন্নেছার পিতা আলাই মিয়া উবাহাটা ইউনিয়ন অফিস থেকে ২ বছর বাড়িয়ে তাহার মেয়ের জন্ম নিবন্ধন করান। বর পক্ষ ও কনে পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে অঙ্গীকারনামায় উভয়পক্ষ স্বাক্ষর করে বুঝে নেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd