সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, মে ৬, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেটের ওসমানীনগরে ৭ পতিতা সহ ১১জনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার গোয়ালাবাজার করনসী রোডস্থ কয়ছর মিয়ার কলোনী থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, ওসমানীনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে উপজেলার গোয়ালাবাজার করনসী রোডস্থ একটি কলোনীতে অভিযান চালিয়ে ৭ পতিতা সহ ১১জনকে আটক করে। উক্ত কলোনীর মালিক হচ্ছেন নুরপুর জহিরপুর গ্রামের মৃত আরিফ উল্যার ছেলে কয়ছর মিয়া।
আটককৃতরা হচ্ছেন, উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার তানিয়া (৩০), একই গ্রামের জলিল মিয়ার ছেলে সুমন মিয়া (৩৬), সাদীপুর ইউপির লামা গাভুরটিকি গ্রামের সাথী রাণী সূত্রধর (৪০), জগন্নাথপুর উপজেলার কাতিয়া গ্রামের মৃত আহমদ উল্যার মেয়ে অনিছা বেগম (৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পাড়াগাও গ্রামের মরতুজ আলী ওরফে জাকির হোসের স্ত্রী পতিতা সর্দারনী আফিয়া আক্তার (৩২), একই গ্রামের মরতুজ আলীর ছেলে সোহাগ মিয়া (১৯), মরতুজ আলীর মেয়ে ডলি আক্তার (১৮), একই এলাকার গুনই গ্রামের মৃত মোসলেম উল্যার ছেলে ফরিদ মিয়া (৪৮) তার স্ত্রী আলিমুননেছা(৪০), ছেলে রুহেল মিয়া ওরফে রুয়েল (১৯), হবিগঞ্জের উমেদনগর গ্রামের রাকেব মিয়ার স্ত্রী লিজু আক্তার (২৪)।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বেশ কিছু দিন থেকে আফিয়া আক্তার বিভিন্ন এলাকা থেকে মহিলা এনে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd