বিশ্বনাথ প্রতিনিধি :: আয়েশা চৌধুরী বৃটেনে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। লেবার পার্টি থেকে অংশ নিয়ে বিপুল ভোটে ২য় বারের মত কাউন্সিলার নির্বাচিত হয়ে আবারও জন্ম মাটি বিশ্বনাথের মুখ উজ্জল করেছেন তিনি। তাঁর এই ধারাবাহিক সাফল্যে আনন্দিত গোটা বিশ্বনাথ উপজেলা।
২য় বার বৃটেনে কাউন্সিলার নির্বাচিত হওয়ায় আয়েশা চৌধুরী’র জন্ম স্থান বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরী সরদারপাড়া গ্রামবাসি খুশি। আয়েশা চৌধুরী’র বিজয়ে গ্রামের লোকজন ভোটারসহ সবার প্রতি কৃতজ্ঞ।
চাচাত ভাই আবুল কালাম জুয়েল বলেন, আয়েশা চৌধুরী’র বিজয়ে আমরা গর্বিত। এ অর্জন আমাদের গ্রামসহ গোটা উপজেলাবাসির। তিনি বলেন, একজন বিশ্বনাথী হিসেবে আমাদের অনেক বড় বিজয় বলে আমি মনে করি, নির্বাচনে যারা সহযোগিতা করেছেন, ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।
Sharing is caring!