বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে হামলায় কাউছার আহমদ চৌধুরী নামের এক আ’লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। আত্মীয় স্বজনরা তাকে তাৎক্ষনিক সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছেন। তিনি উপজেলার অলংকারি ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের মৃত আব্দুল ওয়াহাব চৌধুরীর ছেলে। পূর্ব বিরুধের জের ধরে তার উপর এ হামলার ঘটনা ঘটতে পারে ধারনা করা হচ্ছে । গত ০২ ফেব্রুয়ারী একই এলাকার একজনের বিরুদ্ধে তার স্ত্রী মাহবুবা বেগম বিশ্বনাথ থানায় একটি সাধারন ডায়েরী করেছিলেন ডায়েরী নং (১৪৯/১৮)। শুক্রবার সন্ধায় মুন্সিবাজারে একটি চা ষ্টলে থাকা অবস্থায় একদল তার উপর হামলা চালায়। কাওছার আহমদ ইউনিয়ন আ’লীগের সদস্য ও যুক্তরাজ্য আ’লীগ নেতা আনোয়ারুজ্জামান গ্রুপের একজন সক্রিয় কর্মী। তার উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Sharing is caring!