সিলেট-জকিগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের জোর দাবী

প্রকাশিত: ৪:৪৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৮

সিলেট-জকিগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের জোর দাবী

ডেস্ক নিউজ :: দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে জনগণের মরণ ফাঁদে পরিণত হওয়া সিলেট-জকিগঞ্জ সড়ক দ্রুত সংস্কারের জোর দাবী জানিয়েছেন হাফিজ মাছুম আহমদ দুধরচকীসহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, সিলেট-জকিগঞ্জ সড়ক হচ্ছে সীমান্তবর্তী জনবহুল এলাকা জকিগঞ্জ উপজেলার জনসাধারণের চলাচলের একমাত্র প্রধান সড়ক। পাশাপাশি সিলেটের সাথে কানাইঘাট-বিয়ানীবাজার-গোলাপগঞ্জ- বড়লেখার যানবাহন যাতায়াত করে এ সড়ক দিয়ে। শুধু তাই নয়, এ সড়ক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জকিগঞ্জ কাস্টমস ও জকিগঞ্জ ইমিগ্রেশন দিয়ে ভারতের সাথে রয়েছে ব্যবসা ও যাতায়াত। অত্যন্ত পরিতাপের বিষয় হচ্ছে, বিগত কয়েক বছর যাবৎ গুরুত্বপূর্ণ এই সড়কের অবর্ণনীয় বেহাল দশার সংস্কারে কোন ধরণের ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনায় অঙ্গহানি এবং প্রাণহানি ঘটছে। তারপরও জনগণ নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়েই চলাচল করতে হচ্ছে। সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে সড়ক সংস্কারের বিষয়ে কয়েকদিন পরপর বাজেট ও অর্থ বরাদ্দের ‘নানা কিচ্ছা-কাহিনীর আমরা শোনে আসছি’। কিন্তু সংস্কার কাজের উদ্বোধনী নামফলক লাগানো ছাড়া কাজের কাজ কিছুই হয়নি।
সীমাহীন জনদূর্ভোগের পরও আজ অবদি সড়কের দৃশ্যমান কোন কাজ হয়নি উল্লেখ করে তারা অবিলম্বে সড়কের দ্রুত সংস্কার কাজের জোর দাবী জানান । অন্যথায় সড়ক সংস্কারের যৌক্তিক দাবীতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণ আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2018
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ খবর

………………………..