সিলেট ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ২, ২০১৮
বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের নিজ এলাকার সন্তান মালয়েশিয়া ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম কে মালয়েশি শাখার সাধারণ সম্পাদক হিসেবে মননিত করার জন্য সমাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্যঅন্য মাধ্যমে জোর-দাবি করেছে ছাত্রলীগ মালয়েশিয়ার নেতাকর্মীরা। মালয়েশিয়া ছাত্রলীগের একাধীক ছাত্রনেতাদের ফেবু আইডির স্ট্যাটাস নিউজে উপস্থাপন করছি… আজ অতি দুঃখ ও কষ্টের সাথে আমরা মালয়েশিয়া ছাত্রলীগ বলতে বাধ্য-হচ্ছি যে, আমাদের সবার প্রিয় Badrul Islamভাই।যিনি মালয়েশিয়া কুয়ালালামপুর ছাত্রলীগকে টানা তিন বছর সময় দিয়েছেন এবং বর্তমানে কুয়ালালামপুরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, দলের স্বার্থে যিনি রাত দিন কঠোর পরিশ্রম করে চলছেন।উনার বিরুদ্ধে আজ কেন ষড়যন্ত্র? যারা ষড়যন্ত্র করছে ওরা কারা? কি এদের পরিচয়? এরা হচ্ছে নামধারী ছাত্রলীগ।সকল বাঁধা বিপত্তি ভেঙে আগামী কমিটিতে বদরুল ভাইকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই।এটাই আমাদের মালয়েশিয়া সকল ছাত্রলীগের প্রাণের দাবি। আর একটি কথা না বললেই নয়,আমাদের মালয়েশিয়া ছাত্রলীগের প্রাণ এবং যার কঠোর প্রচেষ্টায় আজ মালয়েশিয়া ছাত্রলীগ সু-সংঘটিত সবার প্রিয় Rasel Sikdar ভাই একমাত্র কারানির্যাতীত নেতা।উনাকে নিয়ে এসব ভিত্তিহীন লেখালেখি কারা করছে?ভালো হয়ে যান আপনারা।আপনাদের সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা এগিয়ে যাবো।এটাই আশা করি, কেন্দ্রিয় ছাত্রলীগের সংগ্রামী সফল সভাপতি ও বিপ্লবী সাধারণ সম্পাদকঃ প্রিয় সোহাগ ও জাকির ভাইদ্বয়ের কাছে কোন কাউয়া বা হাইব্রিডের ঠাঁই নেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd