বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট ২ আসনের সাংসদ ইয়াহইয়া চৌধুরী এহিয়া মঙ্গলবার সিলেট নগরের তালতলায় পার্কভিউ হাসপাতালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য তরুণ রাজনীতিবিদ সিতার মিয়ার পিতা গুরুতর অসুস্থ লাল মিয়া কে দেখতে সিলেট পার্কভিউ হাসপাতালে যান এসময় তিনি বেশ কিছু সময় রোগীর শয্যাপাশে অবস্থান করেন।
ইয়াহইয়া চৌধুরী এমপি এসময় কর্তব্যরত ডাক্তারদের তালাস করেন এবং রোগীর সর্বশেষ শারিরিক অবস্থা জানতে চাইলে কর্তব্যরত ডাক্তারা সাংসদ কে কেন্দ্রীয় ছাত্রলীগেরর সাবেক সদস্য সিতার মিয়ার পিতার শারিরিক অবস্থা সুবিধা জনক নয় বলে জানান। ডাক্তারা জানান, রোগী কে সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সবধরনের ডাক্তারী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এসময় ইয়াহইয়া চৌধুরীর সঙ্গে ছিলেন তাঁর ছোট ভাই সিলেট জেলা পরিষদের সদস্য সহল আল-রাজী চৌধুরী।
উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার টেংরা নিবাসী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক জনাব সিতার মিয়ার পিতা লাল মিয়া বক্ষব্যাধি শ্বাসরোগ জনিত কারনে ফুসফুসের কার্যক্ষমতা লোপ পাওয়ায় গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট নগরের পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তম তলায় সি সি ইউতে ডাঃ শেখ এ এইচ এম মিছবাহ্উল ইসলামের তত্ত্বাবদানে চিকিৎসাধীন আছেন।
Sharing is caring!