সিলেট ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, মে ১, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের জামালগঞ্জে ভিজিএফর ৪২ বস্তা চাল আটকের পর পুলিশে হস্তান্তর করলেন স্থানীয় জনতা। সোমবার রাত সাড়ে ১১টায় জামালগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ কামলাবাজ গ্রামের হেলিপেড মাঠ সংলগ্ন মো. হেলাল মিয়ার বসত ঘর থেকে এ চাল আটক করা হয়।’
হেলাল উপজেলার দক্ষিণ কামলাবাজ গ্রামের মো.জবান আলীর ছেলে। এ ব্যাপারে রাতে থানায় হেলালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন কামলাবাজ গ্রামের হেলালের বাড়িতে কয়েকটি ঠেলাগাড়ি যোগে ৩০ কেজি ওজনের ৪২ বস্তা ভিজিএফের চাল গোপনে মজুদ করার খবর পেয়ে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে তার বসত বাড়ি ঘেরাও করে রাখে। পরে থানা পুলিশে খবর দিলে বসতঘর থেকে সরকারি সীল মোহরকৃত চালের বস্তাগুলো পুলিশ জব্দ করে। ওই সময় কৌশলে বসতঘরের বেড়া ভেঙে চালের মালিক কালোবাজারী হেলাল সহ অন্যান্য জড়িতরা দৌড়ে পালিয়ে যায়।
জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম মঙ্গলবার যুগান্তরকে জানান, স্থানীয় জনতা ভিজিএফের চাল আটক করে থানায় খবর দিলে পুলিশ হেলালের বসতঘর থেকে ৪২ বস্তা সরকারি সীল যুক্ত চাল জব্দ করে। তিনি আরো বলেন বাড়ির মালিক হেলাল ও তার অন্যান্য সহযোগীদের আসামী করে পুলিশ বাদী হয়ে রাতেই থানায় একটি মামলা দায়ের করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd