সিলেট ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা থেকে জুয়া খেলার উপকরণসহ ২২ জন ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ এপ্রিল) দক্ষিণ সুরমার ভার্থখলার বালুরমাঠের পাশের জিঞ্জির শাহ্ মাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভার্থখলায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রকাশ্যে শিলং তীর নামক জুয়া খেলার অপরাধে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. গাজী (৩১), ছদরুজ্জামান (২৯), মো. হোসেন আলী (৪২), মো. মিন্টু (২১), রতন (২৪), জসিম (২৮), রাসেল (২৩), রনি (১৮), ফারুক ইসলাম (২৮), সজ্জাদ মিয়া (৩০), রাজু আহমদ (২৩), মোঃ রাজন চন্দ্র ঘোষ (২৪), পিতা-অরন্য চন্দ্র ঘোষ, মকবুল হোসেন (৩৬), সেলিম মিয়া (১৯), মামুনুর রহমান (৩৫), শফিকুল ইসলাম (৪৯), সাইদুল ইসলাম (৩২), জসিম উদ্দিন (২৬), মো. সেলিম আহমদ (২৯), মিনহাজ উদ্দিন (৪৮), মানিক মিয়া (১৯), আ. রহিম (২০)।
আবদুল ওয়াহাব আরো জানান, আটককৃত আসামীদেরকে এসএমপি এ্যাক্ট এর ৯৫ ধারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd