সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামে আনর মিয়ার বাড়িতে শনিবার গভীর রাতে অগ্নিকান্ডে দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে পেট্রোল দিয়ে কে বা কারা এই অগ্নিকান্ড ঘটিয়েছে বলে গৃহকর্তা জানান। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
গৃহকর্তা আনর মিয়ার ছেলে ফার্নিচার ব্যবসায়ী আজমত মিয়া এ প্রতিনিধিকে জানান, শনিবার দিবাগত রাত সোয়া ২টায় কে বা কারা শক্রতাবশত পেট্রোল ঢেলে তাদের বাড়ির একটি আধাপাকা টিনসেড় ঘরে আগুন লাগিয়ে দেয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘরে রক্ষিত ২টি গরু, ২টি ছাগল, ১০টি কবুতর, ২ সেট ফার্ণিচার, সাড়ে পাঁচ বান্ডিল ঢেউটিন, ১টি বাইসাইকেলসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য এসময় এই ঘরে কোন লোকজন ছিলেন না। স্থানীয় লোকজনের চেষ্টায় আধাঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আজমত মিয়া বলেন, পেট্রোল দিয়ে সৃষ্ট আগুনে আমাদের দেড় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে হেছে। সবকিছু আগুনে পুড়ে যাওয়ায় আমরা এখন নিঃস্ব হয়ে গেছি।
আদমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাব্বির আহমদ ভূঁইয়া, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা কামাল ও আদমপুর বাজার ব্যাসায়ী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর মুন্না রানা অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা তাকে সরকারের কাছে সাহায্যের জন্য আবেদনের পরামর্শ দিয়েছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd