বিশ্বনাথ প্রতিনিধি :: কৃষি পণ্য বাজারজাত করছে সিলেটের বিশ্বনাথের টেংরা আলীপাড়া ‘আইএফএম’ কৃষক সংগঠন। ২০০১৭ সালের জুলাই মাসে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্ট (আইএফএমসি) প্রকল্পের আওতায় আলীপাড়া গ্রামের ৩৫জন নারী-পুরুষকে দিয়ে ‘আইএফএম’ কৃষক সংগঠন গঠন করা হয়। এরপর থেকে তারা সংগঠনের সদস্যদের মাধ্যমে কৃষি পণ্য উৎপাদনসহ বাজারজাতকরণ করছেন। শুক্রবার (২৭এপ্রিল) বিকেলে আলীপাড়া ‘আইএফএম’ কৃষক সংগঠনের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (আইএফএমসি) প্রকল্পের উচ্চ-পদস্থ কর্মকর্তারা। এসময় ফিতা কেটে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মীর নুরুল আলমসহ কর্মকর্তারা আলীপাড়ার ‘আইএফএম’ কৃষক সংগঠনের কালেকশন পয়েন্ট উদ্বোধন করেন। এরআগে কৃষক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মীর নুরুল আলম, পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান মো: রেজাউল করিম, ‘আইএমইডি’র পরিচালক সাইফুল ইসলাম, আইএফএমসি প্রকল্প পরিচালক মৃত্যুঞ্জয় রায়, পরিকল্পনা উইং এর উপ-পরিচালক শেখ ফরিদ উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী প্রধান মো: নাজমুল আলম, সিলেট জেলা প্রশিক্ষণ অফিসার সালাহ উদ্দিন, আঞ্চলিক ট্রেনিং কোঅর্ডিনেটর আব্দুল বারী, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল।
‘আইএফএম সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মুকতার আলী, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, কোষাধ্যক্ষ দিলোয়ার হোসেন, সদস্য নাজমা বেগম, ফাতেহা বেগম, আবুল কালাম, শাহানারা বেগম ও রুশনা বেগম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সালেহ আহমদ, সিডিও মো: শাহীন আহমদ, টেংরা গ্রামের প্রবীণ মুরব্বী মজিরুল ইসলাম চৌধুরী তকবির মিয়া, তজম্মুল আলী, আব্দুর রহমান, আব্দুল মনাফ, আব্দুস সত্তার, বুলবুল আলী, নিজাম আলী, জমির আলী।