সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে ৪৪৮ বোতল ভারতীয় মদসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। উপজেলার জাফলং নকশিয়া পুঞ্জি এলাকা থেকে শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন- উপজেলার আগলছপুর গ্রামের যতীশ দেবের ছেলে রাজু দেব (২২) ও জাফলং নকশিয়া পুঞ্জি এলাকার হোসেন টেনশনের ছেলে এডিমান ডিখার (১৮)।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৪৮ বোতল ভারতীয় মদের চালানসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মদের অনুমানিক মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।
আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd