সুনামগঞ্জ সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দু-দেশের নাগরিক হস্তান্তর

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে দিয়ে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে দু-দেশের আটককৃত নাগরিকদের দু-দেশের সংশ্লিষ্টদের কাছে ফেরৎ দেওয়া হয়েছে। অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে দু-দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনী ৪ভারতীয় ও বাংলাদেশী ৪জন নাগরিককে আটক করেছে বিজিবি ও বিএসএফ টহল দল। আটকের পর দু-দেশের ব্যাটালিয়ন পর্যায়ে বৃহস্পবিার বিকালে ঘন্টা ব্যাপী বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেয় বীরেন্দ্রনগড় কোম্পানী কমান্ডার নিজাম উদ্দিন ও চারাগাঁও ক্যাম্পের হাবিলদার মোহাম্মদ মোনায়েম খান। অপরদিকে ভারতের পক্ষে ছিলেন,বিএসএফ কমান্ডার মুখোশ শিং। বৈঠকে আলোচনা করার পর আটক দু-দেশের নাগরিকগনকে সংশ্লিষ্টদের কাছে হস্থান্তর করা হয়। জানাযায়,বৃহস্পতিবার (২৬এপ্রিল) সকাল ৮টার সময় তাহিরপুর উপজেলা সীমান্তের চারাগাঁও সীমান্তের ১১৯৫ মেইন পিলার অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ করায় ৪ভারতীয় নাগরিককে আটক করে চারাগাঁও বিজিবির একটি টহল দল। আটক ভারতের নাগরিকগন হল,ভারতের শিলং জেলার রানীঘর থানার চারাগাঁও বস্তির বাদার চন্দ্র হাজং(৬০),একেই বস্তির অর্জিত হাজংয়ের ছেলে দেব জনি হাজং(৪৫),নিখিল হাজংয়ের ছেলে রামালা হাজং(৫০)কুঞ্জ থানা বন্দু বস্তির সেলু গারোর স্ত্রী জোসনা গারো(৪৫)। অপর দিকে,গত বুধবার(২৫এপ্রিল)বিকালে চারাগাঁও সীমান্তের মেইন পিলার ১১৯৫সংলগ্ন এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ ভারতের অভ্যন্তরের কাটা তারের ভিতরের অংশে তাদের চেক পোষ্ট নির্মান করার জন্য ঐ ৪জন শ্রমিককে কাজের কথা বলে ভারতীয় বিএসএফ নিয়ে গেলেও সন্ধ্যায় চেকপোষ্টে কাজ করা অবস্থায় ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের ধরে নিয়ে যায়। ভারতীয় ব্যাটালিয়ান পুলিশ হাতে ৪বাংলাদেশী নাগরিকগন হল,উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী চারাগাঁও মাউজহাটি গ্রামের সফর উদ্দিনের ছেলে সলিম উদ্দিন (৩০) একেই গ্রামের লাল চাঁন মিয়া (৩২),সুজন মিয়া (৩৫) ও সচিন্দ্র দাস (৩৮)। এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল নাসির উদ্দিন জানান,আমরা ভারতীয় নাগরিকের আটকের বিষয়টি বিএসএফ ব্যাটালিয়ানের সিও কে জানানো হয়। পরে বৃহস্পতিবার বিকালেই দু-দেশের পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের ৪নাগরিককে তাদের কাছে হস্তান্তর করা হয়। সাথে সাথে ভারতীয় বিএসএফ এর হাতে আটক বাংলাদেশী ৪নাগরিককে আমাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। উল্লেখ্য,গত বুধবার আমরা সন্ধ্যার পর খবর পেয়েছি ৪জন বাংলাদেশী ভারত সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় ব্যাটালিয়ন পুলিশ তাদের ধরে নিয়ে যায়। তাদের ছাড়িয়ে আনতে সব রখম চেষ্টা করা হচ্ছে। এই ঘটনা এলাকায় জানাজানি হলে বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে একাধিক বার যোগাযোগ করা হলেও আটককৃত ৪বাংলাদেশী শ্রমিককে ফেরৎ দেবার বিষয়ে ভারতীয় বিএসএফ এর কাছ থেকে কোন সাড়া পাওয়া যায় নি। ভারতীয় নাগরিকগন যখন অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকরার কারনে আটক করা হয় তখন বিএসএফ আগ্রহ দেখায় ও আলোচনা করার জন্য উদ্যোগ গ্রহন করে।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..