সিলেট ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৮
নিজেস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কাজীরবাজার ব্রিজ এলাকায় ছিনতাইর ভাগ বাটোয়ারা নিয়ে যুবক খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে নিহতের মা আফতেরা বিবি সিলেট এসএমপি কোতোয়ালী থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ধারনা করা হচ্ছে ছিনতাইর ভাগ বাটোয়ারা নিয়ে এ হত্যা কান্ডটি ঘটেছে।
নগরীর কাজীরবাজার ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত যুবক মোহাম্মদ আলী (৩০)। তিনি দক্ষিণ সুরমার সিলাম এলাকার আব্দুন নুরের ছেলে। সে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ছিনতাইর ভাগ বাটোয়ারা নিয়ে ছুরিকাঘাত করে মোহাম্মদ আলী পালিয়ে যায়। এসময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd