বিশ্বনাথে বাউসী-কাশিমপুর উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দিতে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ সু-শিক্ষা ছাড়া কখনও জাতির উন্নতি সম্ভব নয়। জাতিকে সু-শিক্ষিত করে তুলতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম তারিখেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দিচ্ছেন। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও সু-শিক্ষা অর্জন করে জাতির উন্নতিতে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বাঙালী এখন আর ভিক্ষুকের জাতি নয়, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগীতা করছে। তাই জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার প্রশংসা করতে বাধ্য হচ্ছেন বিশ্ব নেতারা। তথ্য প্রযুক্তির এ যুগে ‘কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে বাংলাদেশের উন্নতির মাধ্যমেই বাস্তবায়িত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বপ্নের সোনার বাংলা।
তিনি বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার বাউসী-কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, মোঃ আসাদুজ্জামান, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিনুর রহমান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মতিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বিজন সরকার ও দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়ার যৌথ পরিচালনায় সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জাবের হাসান, মানপত্রপাঠ করেন ইমা বেগম, স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আজিজুল হক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলফু মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিক মিয়া, সিলেট বিভাগীয় বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির।
এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আতাউর রহমান, ইছহাক আলী, নূর মিয়া, আলা উদ্দিন, মুহিবুর রহমান, ছইল মিয়া, আওয়ামী লীগ নেতা গয়াস মিয়া, আবদুল হাই, আবদুল হান্নান, কাছা মিয়া, সিদ্দেক আলী, শ্রমিক লীগ নেতা দুলাল মিয়া, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, এনামুল হক এনাম, জিয়াউর রহমান জিয়া, নন্দ লাল বৈদ্য, দবির মিয়া, মাহমুদুল করিম মঞ্জুর, শেখ আলমগীর, কামরুল ইসলাম, আবদাল মিয়া, জুয়েল আহমদ, ফাহাদ আহমদ, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম মিয়া, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান, বুলবুল আহমদ, বদরুল আলম, আবদুল হামিদ, শাহান শাহ, নাজিম উদ্দিন, মাছুম আহমদ, ঝুমন মিয়া প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..