বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে গভীর রাতে নিজ বসত ঘরে ঢুকে অসহায় পরিবারের স্বামী-স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা। আহতরা হলেন, উপজেলার অলংকারী ইউনিয়নের বড় খুরমা উত্তর গ্রামের মৃত সাজিদ আলীর পুত্র কৃষক সমছু মিয়া (৫০) ও তার স্ত্রী আমিরুন বেগম (৩৫)।
গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন স্থানীয় জনসাধারণ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে সিধেল চোরের মতো মাটি খুড়ে সমছু মিয়ার বসত ঘরে ঢুকে তাদেরকে দারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। এসময় সন্তানদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে যান। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে বুধবার ওসমানী নগরের সার্কেল মোহাম্মদ সাইফুল ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম একদল পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Sharing is caring!