সিলেট ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সিলেট -সুনামগঞ্জ সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহি এক পুলিশ কনষ্টেবলের প্রাণ গেল। সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে সিলেট –সুনামগঞ্জ সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম কনষ্টেবল নং ৭০৭ ইমান আলী। তিনি সুনামগঞ্জ পুলিশ লাইনস থেকে প্রেষণে দক্ষিণ সুনামগঞ্জ থানায় কর্মরত ছিলেন। ’ ইমান আলী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুর খাঁন কুঞ্জবন গ্রামের আবদুল করিমের ছেলে। ’
এ ঘটনায় দক্ষিন সুনামগঞ্জ থানায় কর্মরত এএসআই মীর হোসেন নামের আরো এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সোমবার রাতে জানান, থানা থেকে ওয়ারেন্ট তামিলের উদ্দেশে মোটরসাইকেল যোগে যাবার পথে উপজেলার শান্তিগঞ্জ এলাকায় সড়কের ওপর সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল ছিটকে পড়লে মোটরসাইকেলের পেছনে থাকা কনস্টেবল ইমান আলী ও চালক এএসআই মীর হোসেন বুকে ও কোমড়ে গুরুতর আঘাত প্রাপ্ত হন। ’
এদিকে গুরুতর আহত অবস্থায় কনষ্টেবল ইমান আলীকে চিকিৎসার জন্য সিলৈট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সোমবার রাত সোয়া ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’ অপরদিকে আহত এসআই মীর হোসেনকে রাতে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী সোমবার রাত পৌণে ১২টায় পুলিশ কনস্টেবল ইমান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বললেন, কাভার্ড ভ্যান সহ চালক চাঁদপুর জেলার মতলব উওরের সুমনকে আটক করা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd