সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বিশ্বনাথে এক ইউপি সদস্যের বিরুদ্ধে অসহায় বিধবাকে ফাঁদে ফেলে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে সোমবার (২৩ এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। বিশ্বনাথ উপজেলার পুরান বাজার এলাকার মৃত সুরাজ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম এ অভিযোগ করেন।
অভিযোগে প্রকাশ, সুফিয়া বেগমকে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে সরকারের ২০১৭-১৮ সালের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) কাজ করান বিশ্বনাথ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল। পরে তার নামে কৃষি ব্যাংক বিশ্বনাথ শাখায় একটি একাউন্টও করান তিনি (যার নং ১০০৭২)। কিন্তু কোন কাজ না করিয়ে প্রথম মাসে ঐ মহিলার নামে টাকা উঠিয়ে নিয়ে যান মেম্বার হেলাল। সুফিয়াকে কোন টাকা না দিয়ে পরবর্তী মাসে আবারো টাকা উঠিয়ে দেওয়ার কথা বললে বেকে বসেন সুফিয়া বেগম। এসময় তিনি জানতে পারেন মেম্বার হেলাল প্রতারণার মাধ্যমে তার নামে কাজের টাকা উঠিয়ে আত্মসাত করেছেন। ২য় বার মেম্বার হেলাল সুফিয়ার নামীয় একাউন্টের মাধ্যমে টাকা উঠিয়ে দিতে তাকে খবর দিয়ে ব্যাংকে নেন এবং চেক দাখিল করেন। এসময় সুফিয়া টাকা উঠিয়ে মেম্বারকে দিতে অস্বীকৃতি জানালে তার সাথে মেম্বারের উত্তপ্ত বাকবিতন্ডা হয়। মেম্বার হেলাল তাকে ব্যাংকের ভেতরে আটকে রেখে টাকা নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি মারমুখী দেখে ব্যাংক কর্মকর্তা চেক রেখে সুফিয়া বেগমকে নিরাপদে সরিয়ে দেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন সুফিয়া। এর আগে রোববার তিনি বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে অভিযোগ করেন।
জেলা প্রশাসক কার্যালয়ের ডেসপাস শাখা সোমবার (২৩ এপ্রিল) সুফিয়া বেগমের অভিযোগপ্রাপ্তি সত্যতা নিশ্চিত করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd