সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৮
ফাহাদ হোসাইন, গোলাপগঞ্জ থেকে :: গোলাপগঞ্জে সর্বনাশা কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙ্গনে নদী পারের শত শত ঘরবাড়ী বিলীন হয়ে গেছে। মাথা গুজার ঠাই হারিয়ে এসব লোকজন অনত্র বসবাস করছেন। নদী ভাঙ্গন অব্যাহত থাকলেও ভাঙ্গন রোধে কোন উদ্যোগ নেই জন প্রতিনিধিদের।সরেজমিন বাদেপাশা ইউনিয়নের গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, গত প্রায় ১৫ দিন পূর্বে বাদেপাশা ইউনিয়নের বাগলা উত্তরপাড়া গ্রামের সমুজ উদ্দিন, দুধু মিয়া, সিকন্দর আলী, পংকী মিয়া ও নুর উদ্দিনের বসতভিটা হঠাৎ গভীর রাতে নদীর গর্ভে বিলিন হয়ে যায়। এতে করে পাঁচটি পরিবার তাদের মাথা গোজার ঠাই হারিয়ে অন্যত্র বসবাস করছেন। এর পূর্বে ফরিজ আলী, সেবুল মিয়া, নছির আহমদ, গিয়াস উদ্দিন ও সাইফ উদ্দিনেরও বাড়িঘর নদী গর্ভে চলে গেছে।খোজঁ নিয়ে জানা যায় , উপজেলার কুশিয়ারা নদীর ভাঙনে শরিফগঞ্জ, বাদেপাশা, বুধবারীবাজার, ভাদেশ্বর ইউনিয়নের একাংশ রয়েছে হুমকির মুখে। একের পর নদী পাড়ের ঘরবাড়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, বেশ কয়েকটি হাট-বাজারসহ অনেক স্থাপনা ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। শরিফগঞ্জ ইউনিয়নের কালার বাজার (মেহেরপুর বাজার), কদুপুর বাজার প্রায় বিলীন হওয়ার পথে। ইতিমধ্যে কুশিয়ারা অঞ্চলের অন্যতম শরীফগঞ্জ বাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এ ইউনিয়নের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানওও রয়েছে নদী ভাঙন ঝুঁকিতে। পনাইর চক উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। খাটকাই-মেহেরপুর ডাইক রাস্তার বেশ কয়েকটি স্থানে নদীর ভাঙনে নদীগর্ভে চলে গেছে।এতে করে এসব এলাকার লোকজনদের বিকল্প রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে।
গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা উত্তর পাড়া গ্রামের আনোয়ারা বেগম জানান, আমি, আমার দুই ভাই আমিন আলী, মুমীন আলীরও ঘর কুশিয়ারা নদী খেয়ে ফেলেছে। তারাও পরিবার নিয়ে অন্যত্র বসবাস করছেন।
বাদেপাশা ইউনিয়নের বাগলা উত্তরপাড়া, দক্ষিণ পাড়া ছয়ঘরী, আছিরগঞ্জ বাজার সহ নদীপারের শত শত ঘরবাড়ী নদী ভাঙনে বিলীন হয়ে গেছে।
বাগলা গ্রামের আলীম উদ্দিন জানান, একের পর কুশিয়ারা নদীর ভঙনে শত শত ঘরবাড়ী এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছে। আরো বেশ কয়েকটি ঘরবাড়ি ও স্থাপনা রয়েছে ঝুঁকিরর মধ্যে। জনপ্রতিনিধিদের বার বার অবগত করলেও কোন কাজ হচ্ছেনা। মুল্লার কোনা গ্রামের ছামাদ আহমদ জানান, কুশিয়ারা নদী ধীরে ধীরে বাদেপাশা ইউনিয়ন খেয়ে ফেলছে। এভাবে নদী ভাঙনন অব্যাহত থাকলে ভবিষ্যতে এ ইউনিয়নের অস্তিত্ব টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। আমকুনা খাগাইল গ্রামের তারেক আহমদ জানান, এসব এলাকার নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে ব্লক স্থাপন করতে হবে।বুধবারীবাজার ইউনিয়নের বাগিরঘাট এলার কুশিয়ারা নদীর ডাইকের পিচ রাস্তা অধিকাংশ চলে গেছে নদীর গর্বে। নদীর পাড়ে ব্লক না থাকার ফলে এ এলাকা দীর্ঘদিন ভাঙ্গন অব্যাহত রয়েছে। বাগিরঘাট হাইস্কুলের সামনের রাস্তা রয়েছে ভাঙ্গনের কবলে। চন্দরপুর বাজারের বেশ কয়েকটি দোকান কোঠা ইতিমধ্যে নদীর তলিয়ে গেছে নদীরগর্বে বর্তমান চরম ঝুকিঁর মধ্যে রয়েছে বাজারের বিরাট একটি অংশ যেকোন সময় আরও দোকান নদীর পেটে তলিয়ে যাওয়ার আশংকা প্রকাশ করেছেন বাজারের ব্যবসায়ীরা। এছাড়া বর্তমান চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামালের বাড়ীর সামনের ডাইক রাস্তা ভেঙ্গে বিশাল একটি অংশ অনেক আগেই তলিয়ে গেছে নদীতে। বর্তমানে এলাকায় কয়েকটি বাড়ী-ঘর রয়েছে চরম ঝুকিঁর মধ্যে। বাণীগ্রামের নয়াগ্রাম এলাকার কয়েকটি বসত ঘর রয়েছে ভাঙ্গনের কবলে। এরমধ্যে সবচেয়ে ঝুকিঁর মধ্যে রয়েছে বাণিগ্রাম, বাগিরঘাট ও চন্দরপুর এলাকা। এ ছাড়া লামা চন্দরপুর, কালিজুরি এলাকার বেশ কয়েকটি বাড়ী ইতিমধ্যে চলে গেছে নদীগর্বে। মোল্লাবাজারের উল্টো দিকের নদী পাড়ের এলাকাও আছে ঝুকিঁর মধ্যে।
ভাদেশ্বর ইউনিয়নের গোয়াসপুর, শেখপুর, ফতেহপুর, খাটাখালিরপার শুধু ভাঙ্গছেই। একের পর এক বসত-ভিটে, খেতের ফসলী জমি সহ বিভিন্ন স্থাপনা তলিয়ে গেছে নদীর তলদেশে। ওইসব এলাকায় গত দুই। মাসের ব্যবধানে নদীতে তলিয়ে গেছে ৮/৯টি বসত-বাড়ী। বর্তমানে ভাঙ্গনের চরম ঝুকিঁর মধ্যে রয়েছে ওই এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, হাইস্কুল ও কবরস্থানসহ বেশ কিছু ঘর-বাড়ী। এসব এলাকার লোকজন দিনের বেলায় এলাকায় থাকলেও রাতের বেলায় তারা অন্যত্র রাত্রী যাপন করেন। কখন তাদের বাপ-দাদার বসতভিটে নদীতে তলিয়ে যায় এ আতংক তাদের তাড়া করছে। এ ছাড়াও মীরগঞ্জ বাজার বড় একটি অংশ তলিয়ে গেছে কুশিয়ারা নদীতে। বাজারের অবশিষ্ট অংশও রয়েছে কুশিয়ারা নদীর ভাঙ্গনের কবলে। এ ইউনিয়নের গোয়াসপুর গ্রামের গৌছ মিয়া বলেন, আমার একটি বসতঘর গাঙ্গে (নদীতে) ভাঙ্গিয়া নিয়ে গেছে। এখন আমার আরও দুটি ঘর রয়েছে ভাঙ্গনের মুখে। এগুলোও যেকোন সময় নদীতে তলিয়ে যাওয়ারও আশংকা রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd