গোয়াইনঘাটে যাত্রীদের কাছ থেতে অতিরিক্ত ভাড়া আদায়

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০১৮

গোয়াইনঘাটে যাত্রীদের কাছ থেতে অতিরিক্ত ভাড়া আদায়

নিজস্ব প্রতিবেদক :: গোয়াইনঘাট স্ট্যান্ড থেকে সারিঘাট, ফতেহপুর হয়ে বন্দর পর্যন্ত রাস্তা ৫২ কিলোমিটার, সিএনজি ভাড়া ১০০ টাকা।

গোয়াইনঘাট স্ট্যান্ড থেকে সালুটিকর হয়ে আম্বর খানা পর্যন্ত ৩৭ কিলোমিটার ভাড়া ১২০ টাকা।কোন বলে ভাড়া ১২০ টাকা নেওয়া হয় জানতে চাইলে এক চালক বলে রাস্তা ভালো নয় তাই ভাড়া বেশি করে নেই।থাকে আরেক টি প্রশ্ন করা হল ১০০ টাকা যেখানে ভাড়া রাস্তা ৫২ কিলোমিটার। এতে সে কথা না বলে এড়িয়ে যায়।যাত্রী দের সাথে আলাপ কালে তারা বলেন ভাড়া নিয়ে এই গেঞ্জাম সব সময় চলে। আমাদের ইত্যাদি নিউজ.কম এর অনুসন্ধানে পাওয়া যায় গোয়াইনঘাট থেকে সালুটিকর হয়ে আম্বর খানা পর্যন্ত রাস্তা এখন ৯০ ভাগ ভাল। যাত্রীরা এই বাড়া বৈষম্য দুরের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..