দেশের হয়ে লড়তে চায় জগন্নাথপুরের তরুণী রুবেনা

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

দেশের হয়ে লড়তে চায় জগন্নাথপুরের তরুণী রুবেনা

ক্রাইম সিলেট ডেস্ক : পার্যাপ্ত প্রশিক্ষণ পেলে দেশের একজন নামকরা নারী ক্রিকেটার হতে পারে সুনামগঞ্জের জগন্নাথপুরের দরিদ্র এক দিনমজুরের স্কুল ছাত্রী রুবেনা আক্তার। এমন স্বপ্ন বুকে ধারন করে নিয়মিত খেলাধূলা করে যাচ্ছে ক্ষুদে ওই ক্রিকেটার।

রুবেনা পৌর শহরের শেরপুর গ্রামের দিনমজুর আরমান আলীর মেয়ে ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ১৪ বছর বয়সের রুবেনা আক্তার দীর্ঘ ৯ বছর ধরে লেখাপড়ার পাশাপাশি ক্রিকেট খেলছে। স্থানীয়ভাবে বিভিন্ন মাঠে নিয়মিতভাবে ক্রিকেট খেলায় বোলিং ও ব্যাটিংয়ে তার সমান দখল রয়েছে। ইতোমধ্যে অলরাউন্ডার হিসেবে ক্ষুদে ক্রিকেট দলে তার স্বনাম ছড়িয়ে পড়েছে। তার ক্রিকেট খেলার নৈপূণ্যতা দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন। সে একজন ভাল মানের ক্ষুদে ক্রিকেটার হিসেবে পরিচিতি অর্জন করেছে। এর মধ্যে বিগত ২০১৭ সালের ডিসেম্বর মাসে ঢাকার শাহবাগ মাঠে বিকেএসবি ক্রিকেট ক্লাবের হয়ে ক্রিকেট খেলে সবাইকে চমকে দিয়েছে।

এ ব্যাপারে ক্ষুদে ক্রিকেটার স্কুলছাত্রী রুবেনা আক্তার বলেন, আমি দেশের একজন নামকরা মহিলা ক্রিকেটার হতে চাই।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে আমাকে গড়ে তোলা হলে আমি একদিন দেশের হয়ে জাতীয় দলে খেলে বর্হিবিশ্বে মাতৃভূমি বাংলাদেশের মর্যাদা আরো বৃদ্ধি করতে পারবো। এ জন্য আমি সরকারসহ সকল ক্রিকেট বোদ্ধাদের সহযোগিতা কামনা করছি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..