সিলেট ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : বৈশাখী মেলায় যেতে টাকা না দেয়ায় মায়ের সঙ্গে অভিমান করে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
নিহত মীম (১৫) রামভদ্রপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামাল হাওলাদারের মেয়ে ও রামভদ্রপুর সামসুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
রোববার সকাল ১০ টার দিকে বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা কামাল হাওলাদার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার নিহত মীম বৈশাখী মেলায় যাওয়ার জন্য তার মায়ের কাছে টাকা চেয়েছিল। অভাব-অনটনের সংসারে তার মা টাকা দিতে পারেনি।
আর টাকা না পাওয়ার ক্ষোভে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।এদিকে খবর পেয়ে পুলিশ মীমকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ওসি মো. মেহেদি হাসন বলেন, মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd