সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৮
ফেইসবুক কবিতা
ফেইসবুকে বন্ধুরা
বলি কিছু শুনো তোরা
মনে মোর শত দ্বিধা দন্দ।
আজে বাজে লিখা লিখি
সমাজকে দিতে ফাঁকি
কেউ করে নিজেরই মন্দ।
কেউবা কবি সেজে
কবিতাকে খায় ভেজে
থাকেনাতো সুর তাল ছন্দ
কেউবা গীতিকার
লিখে গান বেসমার
ভাবনাকে মেরে ফেলে জেন্ত
কতশত আইডিতে
ভয় লাগে লাইক দিতে
অজতা কমেন্ট করে বার বার
লিখিতে পারেনা নাম
লেখকের বদনাম
ফেইচ বোকে নাম দেয় রাইটার।
করেনি কখনো ড্রামা
আমায় করিও ক্ষমা
তবুও সে ওস্তাদ নাটকের
ফেইচ বোকে দেয় এ্যাড
বিষয়টা ভেরি ব্যাড
ভুমিকাটা নেয় খল-নায়কের
পালিয়েছে মানবতা
বয়রা হয়েছে শ্রোতা
অন্ধেরা কয় দেখে ক্লান্ত।
আসল মানুষ যারা
আড়ালে রয় তারা
বেদনার নেই কোনো অন্ত।
ডিজিটাল এই ক্ষনে
মিছে কথা শুনে শুনে
হয়ে গেছি নিজই অব্যস্ত।
জানি নাতো কোন কালে
মিত্যেটা ঝেড়ে ফেলে
সমাজটা হয়ে যাবে সুস্ত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd