সুনামগঞ্জে প্রয়াত মুক্তিযোদ্ধার তরুণী কন্যাকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, এপ্রিল ৮, ২০১৮

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুরে প্রয়াত এক বীর মুক্তিযোদ্ধার তরুণী কন্যাকে ধর্ষণের অপচেষ্টার অভিযোগ উঠেছে। ’শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা নয়াপাড়া এ ঘটনাটি ঘটে।’
ভিকটিমের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লাকমা পুর্বপাড়ার গ্রামের মৃত নানু মিয়ার ছেলে হযরত আলী (২০) একই গ্রামের নতুন পাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধার লাকমা নতুন পাড়ার বসত বাড়ির দরজা কৌশলে খুলে মুক্তিযোদ্ধার ১৮ বছরের তরুণী কন্যার শোয়ার কক্ষে ডুকে তাকে জোর পুর্বক শনিবার রাতে ধর্ষণের অপচেষ্টা করে।’ তরুণীর চিৎকার শুনে পরিবারের লোকজন ঘুম থেকে জেগে উঠে প্রতিবেশীদের সহায়তায় হযরতকে আটক করে রাত সোয়া ১২টার দিকে থানা পুলিশে সোপর্দ করেছে।’
তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেন শনিবার রাতে জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে এসে ঘটনাস্থল থেকে হযরতকে আটক করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..