সরকার সব সময় আন্তরিক হাওরবাসীর জন্য : প্রতিমন্ত্রী মান্নান

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮

সরকার সব সময় আন্তরিক হাওরবাসীর জন্য : প্রতিমন্ত্রী মান্নান

ক্রাইম সিলেট ডেস্ক : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনা সরকার সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষের জন্য খুবই আন্তরিক। তিনি সব সময় সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষজনকে নিয়ে ভাবেন।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুর ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের চতুর্থ তলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন পরবর্তী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গেল বছর অপরিকল্পিত বাঁধ নির্মাণ না হওয়ার কারণে হাওর তলিয়ে যাওয়ার পর শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে মানুষজনকে অনেক কিছু দিয়েছেন। সরকার সব সময় আন্তরিক হাওরবাসীর জন্য। আপনার নৌকা ভোট দিন উন্নয়ন পাবেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারে কাজ হচ্ছে শুধু উন্নয়ন আর উন্নয়ন। মোটকথা শেখ হাসিনা সরকারের প্রচেষ্টায় দেশ আজ উন্নয়নের জুয়ারে ভাসছে। শেখ হাসিনা সরকার শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে আসছেন।

পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল ফয়েজের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এইচ আর হাবিবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজেম হোসেন রতন, সংরক্ষিত মহিলা এমপি এডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী।

আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সিরাজুর রহমান সিরাজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কৃষলীগের সাবেক সভাপতি ফয়জুর রহমান, পাথারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়া, সুরমা কলেজের সভাপতি কাহার মিয়া, শিমুলবাক ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা যুবলীগ সভাপতি এডভোকেট বুরহান উদ্দীন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, যুবলীগ জেলা ছাত্রলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহজান মিয়া, যুবলীগ নেতা বাবুল হুসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হুসেন প্রমুখ।

Sharing is caring!

বিজ্ঞাপন


আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..