সিলেট ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ব্যবসায়ী তাজ উদ্দিন হত্যার ঘটনায় ঘাতক সুমনকে গ্রেফতারের পর তার মা, লামাকাজী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য কাঞ্চল মালাকে (৫০) গ্রেফতার দেখিয়েছে থানা পুলিশ।
তিনি উপজেলার দুর্লভপুর গ্রামের জহুর আলীর স্ত্রী।
শুক্রবার ভোর রাতে সুমনকে গ্রেফতারের সময় তার মা, বোন ও এক ভাইকে জিজ্ঞাসাবাদের জন্যে থানায় নিয়ে এসেছিল পুলিশ। সন্ধ্যায় কাঞ্চল মালাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, সুমনের মা ঘটনাটি জানতো। কিন্তু সে পুলিশকে ইনফর্ম করেনি।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ উপজেলার লামাকাজী এলাকার সুরমা নদীর পাড় থেকে সদর উপজেলার ফতেহপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ও মাহতাবপুর এলাকার পান-সুপারী ব্যবসায়ী তাজ উদ্দিনের পেট কাটা লাশ উদ্ধারের ২৩দিন পর
শুক্রবার ভোর রাতে ঘাতক সুমন আহমদকে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে সে জানায়, তাকে পাশবিক নির্যাতনের চেষ্টা করায় তাজ উদ্দিনকে হত্যা করেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd