মেডিকেলে গুলিবিদ্ধ লাশ আটকে রেখে বাণিজ্য

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮

মেডিকেলে গুলিবিদ্ধ লাশ আটকে রেখে বাণিজ্য

ক্রাইম সিলেট ডেস্ক : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মজিদ সরণিস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতালে বিজিবি কর্তৃক গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ আটকে রেখে বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধ ওই ব্যক্তির চিকিৎসা বাবদ ২৪ ঘণ্টার ব্যবধানে এক লাখ ১৬ হাজার টাকা বিল করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২রা এপ্রিল সন্ধ্যায় গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু ঢাকায় না নিয়ে সাড়ে ৮টার দিকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নজরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে ভর্তি করেন। মঙ্গলবার দিবাগত রাতে নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে গাজী মেডিকেল কর্তৃপক্ষ। চিকিৎসা বিল করা হয়েছে প্রায় সোয়া লাখ টাকা।

এ ধরনের রোগীকে চিকিৎসা সেবা দেয়া বেসরকারি হাসপাতালের এখতিয়ার আছে কি না এমন প্রশ্নের জবাব দিতে পারেনি গাজী মেডিকেলের ম্যানেজার আশিকুর রহমান। তিনি জানান, এ বিষয়টি এমডি স্যার জানেন। নিহত নজরুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা এলাকার আবদুর রহিমের ছেলে। এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. মমতাজুল হক জানান, ২রা এপ্রিল ভোরে কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলিতে আহত নজরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে ওই থানার একটি চোরাচালান মামলার আসামি। এ ধরনের আহত আসামিদের চিকিৎসা হয় সরকারি হাসপাতালের প্রিজন সেলে। কিন্তু কিভাবে একটি বেসরকারি হাসপাতাল পুলিশকে না জানিয়ে তাকে ভর্তি করলো? বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..