সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: বিশ্বনাথে অসামাজিক কার্যকলাপের আস্তানায় অভিযান চালিয়ে নারী সহ ১০জনকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজারস্থ এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের সুলতান মিয়া ছেলে বাদশা মিয়া (৩৬), ময়মনসিংহ জেলার দোবাউড়া থানার দক্ষিণ মাঝনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে জালাল মিয়া (৩৫), সিলেট জেলার ওসমানীনগর থানার রামকৃঞ্চপুর গ্রামের মৃত আবদুল মনাফের মেয়ে কলি বেগম (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার নাগরপুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী মধুমা বেগম (৪২), হবিগঞ্জ জেলার হবিগঞ্জ থানার রিচি গ্রামের জালাল মিয়ার স্ত্রী রুজি বেগম (৩২), বিশ্বনাথ নওধার গ্রামের মৃত আহমদ আলীর মেয়ে হুছনা বেগম (২০), দশঘর গ্রামের আবদুল মতলিবের স্ত্রী নিলুফা বেগম (৪৪), সুনামগঞ্জ সদর থানার মালাইগাঁও গ্রামের রুবেল আহমদের স্ত্রী শাহেনা বেগম (২২), বিশ্বনাথের রামপাশা শ্রীপুর গ্রামের আবদুল আজিজের স্ত্রী খালেদা বেগম (৩৫), ওসমানপুর গ্রামের রহিম উল্লার স্ত্রী পিয়ার বেগম (৪০)।
বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ গরু হাটা এলাকায় ওয়ারিছ খান ও তার মেয়ের জামাই সিরাজ মিয়ার মালিকানাধিন টিনসেটের কলোনী এবং উপজেলা সদরের নতুনবাজারস্থ রাজনগর এলাকাধীন মানিক মিয়ার কলোনী রয়েছে। ওই কলোনীর ভিতরে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছে। এমন অভিযোগের প্রেক্ষিতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ এর নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ওই এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এসময় মহিলাসহ ১০জনকে আটক করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, মাদক-জোয়া-অসামাজিক কার্যকলাপ এলাকায় হতে দেয়া হবেনা। যেখানে এধরনের ঘটনার সংবাদ পাওয়া যাবে, সেখানে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd