হবিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩ : মাদক জব্দ

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

হবিগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ২৩ : মাদক জব্দ
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে দুই মাদক বিক্রেতাসহ ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৬ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মাধবপুর উপজেলার তিনগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ বাচ্চু মিয়া (৪৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) শাহ আলম। বাচ্চু তিনগাঁও এলাকার দুধ মিয়ার ছেলে।
একই রাতে উপজেলার বেঙ্গাডুবা এলাকায় অপর এক অভিযান পরিচালনা করেন এসআই শামছ-ই তাব্রীজ। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুতা মিয়া নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মারাজ মিয়ার ছেলে।
অপরদিকে জেলার বিভিন্ন থানার পুলিশ ২১ পলাতক আসামীকে গ্রেফতার করে। এর মাঝে ১২ জন পরোয়ানাভুক্ত এবং ৯ জন নিয়মিত মামলার আসামী।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোঃ নাজিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..