কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি, অন্ধকারে গোয়াইনঘাট

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি :: কালবৈশাখী ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে গোয়াইনঘাট উপজেলা। বৃহস্পতিবার বিকেলে থেকে শনিবার সকাল পর্যন্ত তিন দফায় ঝড়ের কবলে পড়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শুক্রবার সন্ধ্যার দিকে হঠাৎ শুরু হওয়া প্রায় আধা ঘন্টা ব্যাপি স্থায়ী ঝড়ে দুই উপজেলার বিভিন্ন এলাকার দোকানঘরসহ শতাধিক ঘরের টিনের চালা উড়ে যায়। এছাড়া দুই উপজেলায় কয়েক শতাধিক গাছসহ অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। রবিবার পর্যন্ত উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এর মধ্যে অনেক মানুষের ঘরবাড়ি ভেঙে গেছে এবং পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোয়াইনঘাটে দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, কাল বৈশাখী ঝড়ের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..