সিলেট ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: জাল ভোটের অভিযোগে এনে সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন নির্বাচন বয়কট করেন।
বৃহস্পতিবার দুপুর ৩টায় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গানিউল সালাদিন বয়কট বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে কেবি মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোটের অভিযোগে করেন তিনি।
এদিকে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ- নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার উত্তম কুমার রায় ওই কেন্দ্র ভোট গ্রহণ স্থগিতের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি সুনামগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র আয়ুব বখত জগলুল মৃত্যুবরণ করলে এ পদটি নির্বাচন কমিশন শূন্য ঘোষণা করে। পরে ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd