সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের শাহ্ আরফিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে শ্রমিক নিহতের ঘটনায় গর্ত মালিকসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বুধবার কোম্পানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা নং-১৫, তাং-২৮/০৩/২০১৮ খ্রি। মামলায় গর্তের মালিক উপজেলার জালিয়ারপাড় গ্রামের শুক্কুর আলীর পুত্র সাদ্দাম হোসেন ও ছাতক উপজেলার দিঘলবন (মুক্তিরগাঁও) গ্রামের সালেহ আহমদকে আসামী করা হয়েছে। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে।
মঙ্গলবার সকালে পাথর উত্তোলনকালে এখলাছ (২৮) নামের এক শ্রমিক মারা যান। তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার গাংপাড় নোয়াকোট গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খাঁঁন শ্রমিক নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গর্তের মালিকদের বিরুদ্ধে মামলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd