ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে আজ নির্বাচন

প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে আজ বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

যে পাঁচ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেগুলো হলো- ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ।

প্রায় এক যুগ পর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মামলা সংক্রান্ত জটিলতায় এতোদিন নির্বাচন হয়নি।

ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ভোটার ১৪ হাজার ৭৮৩ জন। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসার আহমদ শাহ (নৌকা), উপজেলা বিএনপির উপদেষ্টা, বর্তমান চেয়ারম্যান মো. জাহিরুল ইসলাম মুরাদ (ধানের শীষ), প্রবাসী জাতীয় পার্টি নেতা শেখ মোরশেদ আহমদ (লাঙল) ও স্বতন্ত্র প্রার্থী মো. বদরুদ্দোজা (আনারস)। সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে ৫৭ জন প্রার্থী রয়েছেন।

মাইজগাঁও ইউনিয়নে ভোটার ১৯ হাজার ১৯২ জন। নির্বাচনে চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন উপজেলা আওয়ামী লীগ নেতা জুবেদ আজমদ চৌধুরী শিপু (নৌকা), উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরী (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইমরান আহমদ চৌধুরী (আনারস)। ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৪ জন প্রার্থী আছেন।

ঘিলাছড়া ইউনিয়নে ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৩৭ জন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগ নেতা লেইছ চৌধুরী (নৌকা), সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. আফতাব আলী (ধানের শীষ) এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ চৌধুরী। সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন ও ৯ ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।

উত্তর কুশিয়ারা ইউনিয়নে ভোটার সংখ্যা ১২ হাজার ৩২৭। এই ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা লুদু মিয়া (নৌকা), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ জিলু (ধানের শীষ), সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মো. ফজলুর রহমান (আনারস), যুক্তরাজ্য প্রবাসী মনির আলী (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. আফতার আলী (ঘোড়া) ও শ্রমিক নেতা মো. বসারত আলী (অটোরিকশা)। এছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন প্রার্থী আছেন।

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে ভোটার ৯ হাজার ৬৫৩ জন। এখানে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এপিপি জসীম উদ্দিন আহমদ (নৌকা), উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমরান উদ্দিন (ধানের শীষ), স্বতস্ব প্রার্থী আতিকুর রহমান মিটু (ঘোড়া), মো. আব্দুল ওয়াদুদ (আনারস) ও সত্য কুমার বিশ্বাস (মোটরসাইকেল)। এছাড়া এই ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী আছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন


আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..