সিলেট ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে ব্যাপক উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অসহায় হতদরিদ্র ২০ দম্পত্তির যৌতুক বিহীন গনবিবাহ হয়েছে।
জনপ্রতিনিধি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, আলেম উলামা, স্থানীয় সাংবাদিক সহ সকলের উৎসবমুখর উপস্থিতিতে বুধবার সকাল ১১টায় কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলীর নিজ বাড়ী রাউতগ্রাম মাদানীনগরে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ এর উদ্যোগে যৌতুক বিহীন এ গণবিবাহ সম্পন্ন করা হয়।
যৌতুকবিহীন এ গণবিবাহ অনুষ্ঠানে দরিদ্র পরিবারের ২০ জোড়া নবদম্পত্তি’র প্রত্যেককে তাদের ভরন পোষনের জন্য একটি করে সেলাই মেশিন, ১ টি ছাগল এবং সংসার সাজানোর বিবাহ উপহার সামগ্রী এবং আর্থিক ভাবে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।
নব দম্পত্তিদের পরিবার ও তাদের স্বজনরা যৌতুক বিহীন বিয়ে ও সংসার সাজানোর জিনিসপত্র পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন।
গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত সবাই এ ধরনের মহতি উদ্যোগ গ্রহন করায় ইসলাহুল মুসলিমিনের চেয়ারম্যান আল্লামা ফরিদ উদ্দিন মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
গণবিবাহ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীসহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত যে, ইসলাহুল মুসলিমিনের উদ্যোগে এ নিয়ে তিন বার বড়চতুল ইউনিয়নে যৌতুক বিহীন গনবিবাহ হলো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd