শাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরেক শাবি ছাত্র গ্রেফতার

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৮

ক্রাইম সিলেট ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত হলেন শাখা ছাত্রলীগকর্মী ও বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ আবু সালমান এবং তিনি বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত সহ-সভাপতি আবু সাঈদ আকন্দের অনুসারী।

মঙ্গলবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল গেইট থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার (ওসি) শফিকুল ইসলাম।

শাবি প্রক্টর সহযোগী অধ্যাপক জহীর উদ্দীন আহমদ জানান,২০ মার্চ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সহ-সভাপতি তারিকুল ইসলামের উপর আক্রমনের ঘটনায় দায়েকৃত মামলার অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার করা হয়। এর আগে গত ২১ মার্চ একই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি সৈয়দ জুয়েমকে আটক করে কারাগারে প্রেরণ করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার ২০ মার্চ রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পার্শ্ববর্তী সাতকরা রেস্টুরেন্টে শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি আবু সাঈদ আকন্দ ও বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের সাথে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তারিকুল ইসলামের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় গুলিতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এসএমআব্দুল্লাহ রনি।

ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ী বহিষ্কারসহ ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
এছাড়া এ ঘটনায় বুধবার(২১ মার্চ) সন্ধ্যায় জালালাবাদ থানায় ১০ জনের নাম উল্লেখ করে আরো ১০/১২ জনকে আসামি করে মামলা (নং-১৭) করা হয়।

মামলার আসামিরা হলেন- ছাত্রলীগের বহিষ্কৃত কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ আকন্দ, বহিষ্কৃত সাজিদুল ইসলাম সবুজ, শাখা ছাত্রলীগের বহিষ্বৃত সহ সভাপতি সৈয়দ জুয়েম, বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম অন্তু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, বহিষ্ককৃত উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষ্মণ চন্দ্র বর্মণ প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..