সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৮
দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মইন উদ্দিন ইকবাল ও উপপরিদর্শক (এসআই)মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ হারনপুর গ্রামে তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো জব্দ করে। এসময় চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বাড়িতে ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিবার সকালে জব্দকৃত চাল উপজেলা খাদ্য গুদামে জমা দিতে চেয়ারম্যান আব্দুল কুদ্দুছকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে তাড়ল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কদ্দুছ বলেন, আমি এর আগেও আমার নিজের বাসায় চাল রেখে ভিজিএফ কার্ডধারীদের মধ্যে বিতরণ করেছি। গত ১৭ মার্চ একই উদ্দেশ্যে চালগুলো খাদ্যগুদাম হতে উত্তোলন করে নিজ বাসভবনে জমা রেখেছি।ব্যক্তিগত বাসভবনে সরকারি ভিজিএফ এর চাল জমা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে এর কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মইন উদ্দিন ইকবাল বলেন, এ ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর জব্দকৃত চালের ব্যাপারে সিদ্বান্ত নেয়া হবে।
এদিকে ভিজিএফ গ্রহীতারা তাদের চাল সংগ্রহের জন্য চেয়ারম্যানের বাসায় ভিড় জমিয়েছেন বলে স্থানীয়রা জানান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd