ভুল বুঝাবুঝির কারণে সিলেটে হয় নি ‘ব্ল্যাক-আউট’

প্রকাশিত: ৩:২৫ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :: ২৫ শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে সারাদেশ এক মিনিট অন্ধকারে নিমজ্জিত রাখার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। দেশের বিভিন্নস্থানে রবিবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসুচী পালন করা হলেও ভুল বুঝাবুঝির কারণে সিলেটে হয় নি ‘ব্ল্যাক-আউট’।

সিলেটের সাধারণ মানুষের ধারণা ছিল- হয় তো সরকারীভাবে ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এমন ধারণায় সিলেটের বেশীরভাগ লোকজন এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচী পালন করেন নি। অনেক গুরুত্বপূর্ণস্থানে এই এক মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার চিন্তায় বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছিল।

এ ব্যাপারে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী রতন বিশ্বাস বলেন- ব্ল্যাক-আউট কর্মসূচী হচ্ছে ২৫ মার্চ কালো রাত স্মরণ করতে স্বেচ্ছায় দেশবাসী তাদের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখবেন। কিন্তু, অনেকেই বিষয়টি না বুঝে কর্মসূচী পালম করতে পারেননি।

তিনি আরো বলেন- ১১ কেভি কিংবা ৩৩ কেভি লাইন বন্ধ করলে সেটি চালু করতে অনেক সময় লাগে। ব্ল্যাক-আউট কর্মসুচীর সাথে লাইন বন্ধ করার কোন সম্পর্ক নেই।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত স্মরণ করতে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত এক মিনিট ব্ল্যাক-আউট কর্মসূচি পালন করার জন্য দেশবাসীকে আহবান জানানো হয়। গত ১১ মার্চ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

March 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..