সিলেট ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জুতা পায়ে দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের ঘটনা ঘটেছে। কোন নিয়ম-নীতি ও আদর্শকেই মানে নি কেউই। নিয়মনীতি ভেঙে হুড়োহুড়ি করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সেলফি তোলায় ব্যস্ত ছিলেন গোয়াইনঘাট সাবরেজিষ্টার অফিসের এক কর্মকর্তা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুতা নিয়ে বেদীতে না ওঠার আহবান জানালেও তা কেউ কর্ণপাতই করেননি। যার যার ইচ্ছামতো শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন। এমনকি একজনকে দেখা গেছে জুতা পায়ে শহীদ মিনারের পাদদেশে অবস্থান করেছেন এবং সেলফি তুলেছেন।
সচেতন মহলের মধ্যে আলোচনার ঝড় এটা একটি ঘৃনিত কাজ। রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষা অর্জিত হয়েছে। কিন্তু আমার যে তাদের যথাযথ সম্মান দিতে পারি না এটা তার একটি বড় উদাহরন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd