সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৫ পূর্বাহ্ণ, মার্চ ২৫, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নাটোরের গুরুদাসপুর উপজেলার শিধুলী গ্রামের হাসমত আলীর স্ত্রী আতিকা খাতুন নেভি (৩৩) পরকিয়া প্রেমের টানে পালিয়ে গেছে। ১৫ বছরের সংসার ও ত্রিশ দিনের বাচ্চাকে রেখে প্রতিবেশি মিজানুর রহমান (২২) নামের প্রতিবেশি যুবকের সাথে পালিয়ে যান তিনি। উম্মে হাবিবা (৭) নামে আতিকার একটি সন্তান রয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ১৬ই মার্চ। গত ৭দিন ধরে তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার শিধুলী গ্রামের মৃত নরশেদ আলীর ছেলে হাসমত আলীর সাথে পার্শ্ববর্তী চরকাদহ কান্দিপাড়া গ্রামের আফজাল ফকিরের মেয়ে আতিকা খাতুনের প্রায় ১৫ বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে হয়।
বিয়ের ১৫ বছর পর প্রতিবেশি রবিউল ইসলামের ছেলে মিজানুর রহমানের সাথে আতিকা খাতুন নেভির পরিচয় হয়। এর পর থেকে প্রতিনিয়ত তাদের মাঝে ফোনে কথা চলে। এক সময়ে তাদের মাঝে গভীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর এক পর্যায়ে ১৬ই মার্চ শুক্রবার সন্ধার পর শিশু বাচ্ছাকে রেখে প্রেমিক মিজানুরের সাথে পালিয়ে যায়।
এ ব্যাপারে আতিকার স্বামী হাসমত আলী গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। হাসমত অভিযোগ করে বলেন, এর আগেও ওই ছেলেকে গ্রাম্য শালিসের মাধ্যেমে মৌখিক ভাবে নিষেধ করা হয়েছিল। আমার সংসার থেকে নগদ এক লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে তারা। আমার ত্রিশ দিনের বাচ্ছাকে আমি এখন কিভাবে রাখবো। সব সময়ই কাঁন্না-কাটি করছে। শিশু বাচ্ছাকে নিয়ে খুবই বিপদে আছি।
মিজানুরের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে মিজানুরের বাবা রবিউল জানান, তার ছেলে তার কাছ থেকেও প্রাইভেট পরীক্ষা দেওয়ার কথা বলে ৫২ হাজার টাকা নিয়ে গেছে। তার ছেলেকে খুঁজে বের করে এলালায় মিমাংসা করা হবে বলে তিনি জানান। এই ঘটনায় এলাকার যুব সমাজ কঠোর শাস্তি দাবি করেছেন।
ধারাবারিষা ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, তাদের আত্বীয় স্বজন আমাকে বিষয়টি জানিয়েছেন। এটা বড়ই দুঃখজনক ঘটনা। তাদের দু’জনকেই খুঁজে বের করার কথা বলা হয়েছে।
গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd