সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
ফারুক আহমদ, গোয়াইনঘাট থেকে :: গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকার বহর ও মিত্রিমহল গ্রামবাসীর সংঘর্ষে শনিবার সকালে আলী আহমদ (২৫) এবং রুমেল আহমদ (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত আরো ১০/১২ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুল হাকিম চৌধুরী ও ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম। এরই সাথে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সালুটিকর বাজার জামে মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে শুক্রবার বিকালে বহর গ্রামের জামাল আহমদ এবং পার্শ্ববর্তী মিত্রিমহল গ্রামের আব্দুস সোবহান গ্রুপের মধ্যে বিরোধ বাধে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে শনিবার সকাল থেকে দুই গ্রামের মধ্যবর্তী স্থানে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে
প্রতিপক্ষের গুলিতে মিত্রিমহল গ্রামের আলী আহমদ ও রুমেল আহমদসহ ১০/১২ জন লোক আহত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক এ দুজনকে মৃত ঘোষণা করেন। একটি সূত্র জানায়, বহর গ্রামের জামাল আহমদের গুলিতে মারা যান এ দুজন।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসারের দায়িত্বপ্রাপ্ত এএসপি মো: আনিস দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা গুলিতে মারা গেছেন বলে তারা শুনেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd