সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ছাত্রলীগ নেতা সৈয়দ জুয়েম শাবি শাখার সহ-সভাপতি।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা তাকে আটক করে থানায় নিয়ে এসেছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
গত মঙ্গলবার রাতে সংঘর্ষের ঘটনায় সহ-সভাপতি তারিকুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামোল্লেখ করে হত্যাচেষ্টা মামলা করেন; সেই মামলার অন্যতম আসামি সৈয়দ জুয়েম।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd