সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : কোম্পানীগঞ্জের দুলাইন বিলের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার আসামী জমির উদ্দিনকে গ্রেফতার করেছেন র্যাব-৯ এর সদস্যরা। আটক আাসীর নাম জমির উদ্দিন(৪৮)। সে উপজেলার বেকিমুরার পাড় গ্রামের মৃত মহরম আলীর পুত্র।
র্যাব জানায়, মঙ্গলবার রাতে আম্বরখানার ডিঙ্গি রেস্টুরেন্টের সম্মুখ থেকে এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে।
২০১৫ সালের ৩১ অক্টোবর দুলাইন জলমহাল নিয়ে সংঘর্ষে বিলের পাহারাদার আব্দুল খালিক ও শেখ ফরিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আরো ১২ জন আহত হয়। ঘটনার পর থেকে জমির উদ্দিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd