সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দে অগ্নিকান্ডে পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো একজন। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুইজন নারী, দুইজন পুরুষ ও এক শিশু রয়েছেন। তারা লক্ষ্মনাবন্দ গ্রামের একটি কলোনিতে ভাড়া থাকতেন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ২টা ৩০মিনিটের দিকে ব্জ্রপাতে বাসার গ্যাস রাইজার বিস্ফোরিত হয়ে কলোনিতে আগুন ধরে যায়। আগুনে কলোনির দুইটি রুম পুড়ে ভষ্মিভূত হয়। রুমের ভেতর আটকা পড়ে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। ঘরের জানালা ভেংগে একজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এলাকাবাসী।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত সাড়ে তিনটায় এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন, মোগলবাজার থানার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার ৫ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী তাসনিমা বেগম (৩০) ও তার ২ বছরের শিশু সন্তান তাহমিদ, গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মস্কন্দর আলীর ৬ মাসের অন্ত:স্বত্তা স্ত্রী শেবু বেগম, গোলাপগঞ্জের নোয়াইর চক এলাকার সেবুল মিয়া (১৭), জিয়া উদ্দিন (১৮)। এসময় গুরুতর আহত ফজলু মিয়াকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রবিবার সকালে ঘটনাস্থল পরির্দশনে যান সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। এসময় তিনি মোবাইলে শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে কথা বলেন।
পরে মো. মনিরুজ্জামান বলেন, আহত ফজলু মিয়াকে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হবে। এবং নিহতদের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd