সিলেট ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, মার্চ ১৭, ২০১৮
ক্রাইম ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে ৭০বছরের বৃদ্ধ আলহাজ্ব সিরাজুল ইসলাম ও ৬০ বছরের বৃদ্ধা রাশেদার বিয়ে উৎসব মূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় নন্দীগ্রাম পৌর এলাকার কচুগাড়ী (মাস্টার পাড়া) ব্যবসায়ী আবু হানিফের বাড়ীতে এই বিয়ের অনুষ্ঠিত হয়।
বৃদ্ধ সিরাজুল ইসলাম (৭০) উপজেলার চাকলমা গ্রামের মৃত সাবে উদ্দিনের ছেলে ও বৃদ্ধা রাশেদা (৬০) নন্দীগ্রাম পৌর এলাকার মৃত মজিবর রহমানের মেয়ে।
এটি বৃদ্ধ সিরাজুল ইসলামের চতুর্থ বিয়ে এর আগের তিন স্ত্রী মারা যাবার পর সে রাশেদাকে বিয়ে করে। রাশেদার স্বামী অনেক আগেই মারা যায়।
সিরাজুল ইসলাম দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের জনক এবং রাশেদা এক সন্তানের জননী ।
বর বৃদ্ধ সিরাজুল ইসলাম জানান, নিজের যত্ন ও ভালবাসার জন্য আমি বিধবা রাশেদা কে ৬ হাজার টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছি। তিনি আরও বলেন, আমার পরিবারের মতামত নিয়েই আমি এ বিয়ে করেছি।
কনে বৃদ্ধা রাশেদা জানান, সবার মতামত নিয়েই বিয়ে করেছি।
ব্যতিক্রমী এ বিয়ে দেখার জন্য পৌর এলাকার কচুগাড়ী (মাস্টার পাড়া) মহল্লায় ব্যবসায়ী হানিফের বাড়িতে উৎসুক জনতা ভির জমায়।
এ বিষয়ে বাড়ীর মালিক ব্যবসায়ী আবু হানিফ জানান, সিরাজুল ইসলাম আমার নানা শ্বশুর। দুই পরিবারের ইচ্ছাতেই এই বিয়ে সম্পন্ন হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd